EMI (Equal Monthly Installment) Terms & Conditions:
১। ৫০০০ (পাঁচ হাজার) টাকার বেশি মুল্যের যেকোনো পন্য ক্রয়ের ক্ষেত্রে EMI উপভোগ করা যাবে।
২। সর্বোচ্চ ৩৬(ছত্রিশ) মাস পর্যন্ত EMI এর সুবিধা উপভোগ করা যাবে।
৩। EMI এর অধীনে কোন পন্যের ক্যাশ প্রাইস(Cash Price), ডিস্কাউন্ট ও কোন ধরনের অফারের মুল্য প্রযোজ্য হবে না। এখানে উল্লেখ্য আমাদের সাইটে সকল পণ্যের ক্যাশ প্রাইস দেয়া আছে।
৪। এই মুহূর্তে ডাচ বাংলা ব্যাংকের ক্রেডিট কার্ডের মাধ্যমে EMI সুবিধা উপভোগ করা যাবে।
৫। EMI এর জন্য POS কর্তৃক ইএমআই চার্জ প্রযোজ্য যা ইএমআই এর সময়সীমার সাথে পরিবর্তনশীল।
৬। EMI সংক্রান্ত সকল প্রকার অফার যেকোনো সময় পরিবর্তন করার সকল প্রকার অধিকার Aristo Computer সংরক্ষন করে।